৭ দিন আগে আমার স্বামী আর ভাবি পালিয়ে গেছে😭 ভাবির একটা বাচ্চাও আছে। আমার ভাই ডুবাই থাকে আমি গর্ভবতী ৮ মাস মাসের, ১ মাস পর ডেলিভারি। আমি বাবার বাড়ি যায়নি তাই মা আর ভাবি আমার বাড়িতেই এসে থাকছে ৪ মাস থেকে। আমার শশুড় শাশুড়ী নেই। একা থাকতাম স্বামীর সাথে। স্বামী চাকরি করে তাই ওকে একা রেখে বাবার বাড়ি যায়নি। ভাবির বয়স ২৭ এবং স্বামীর বয়স ৩৩। আমার ভাবি অনেক সুন্দরী। কি থেকে কি হয়ে গেলো ৭ দিন হল আমার ভাবি এবং স্বামীর খোঁজ নেই😢 আমার মা আগেই সন্দেহ করেছিলো কিন্তু আমিই অন্ধ বিশ্বাস করেছিলাম স্বামীকে। আমার স্বামীর চাহিদা মিটছেনা আমি গর্ভবতী বলে, আর ভাবিরও মিটছেনা ভাইয়া বিদেশ বলে ছি! এরা কি মানুষ?  কয়দিন পর ডেলিভারি আমি এখন কি করবো?😭 আপনাদের কাছে আমার মতই আরেক আপু তার জীবন কাহিনী পাঠেয়েছে তাই আমিও পাঠালাম দয়া করে কিছু উপায় বলুন কি করবো। আমার খুব চিন্তা হচ্ছে😭


সত্য ঘটনা লিখে পাঠিয়েছেন - সুরভী লিনা


 


No Comment
Add Comment
comment url